লংগদুতে আশার প্রদীপ তরুণ সংঘ’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

0 ২৪৪

মোঃ গোলামুর রহমান
————————-
রাঙামাটি জেলার লংগদু উপজেলার দূর্গম এলাকা ঘনমোড় গ্রামের সেচ্ছাসেবী সংগঠন ‘আশার প্রদীপ তরুণ সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়েছে।
রবিবার(৩ আগষ্ট) সন্ধায় ভাসাইন্যাদম ইউনিয়নের ঘনমোড় বাজারে এই কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধান প্রদান করা হয়।
‘আশার প্রদীপ তরুণ সংঘ’র সভাপতি ও ভাসাইন্যাদম ইউপি সদস্য শাহ জামাল এর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য মোঃ শুক্কুর এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ঘনমোড় ওয়ার্ডের মেম্বার মোঃ আমির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন আশার প্রদীপ তরুণ সংঘ’র উপদেষ্টা মোঃ ইসমাইল হোসেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) টেকনিক্যাল অফিসার মোঃ মানিক মিয়া, আশার প্রদীপ তরুণ সংঘ’র সহকারী উপদেষ্টা আবু তাহের। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃতি শিক্ষার্থীগন সহ আশার প্রদীপ তরুণ সংঘের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নুরুল হুদা সহ সকল সদস্যগন এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্নাতক (সম্মান), এসএসসি ও জেএস সি পরীক্ষায় উত্তীর্ণ ১৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।