লংগদুতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

২৪২

।। আলোকিত লংগদু ডেক্স ।।

রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগষ্ট), লংগদু উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার। বক্তব্য রাখেন, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আবদুল আলী, আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, ভাসাইন্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী সহ সেনা জোনের প্রতিনিধি, রাজনগর বিজিবি জোনের প্রতিনিধি, আনসার ব্যাটালিয়নের প্রতিনিধি বক্তব্য রাখেন।

এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগন সহ আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত সদস্যগন উপস্থিত ছিলেন।

সভায় গত মঙ্গলবার, বগাচতর ইউনিয়নে রাঙ্গীপাড়া এলাকায় রাতের বেলায় আমির হোসেন এর ৫ শতাধিক পেঁপে গাছ কেটে দিয়েছে দুষ্কৃতকারীরা। এঘটনার জন্য নিন্দা জানিয়েছে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং-এ। এছাড়াও উপজেলায় আইন শৃঙ্খলা ভালো আছে। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।