লংগদু সেনা জোন কর্তৃক বিনামূল্যে ম্যালেরিয়া প্রতিরোধক মশারি বিতরণ

২৬৩

আলোকিত লংগদু ডেস্কঃ

রাঙামাটির লংগদু উপজেলায় ম্যালেরিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার থেকে রক্ষা পেতে লংগদু সেনা জোনের উদ্যোগে ২০০ জন স্থানীয় দরিদ্র ব্যক্তিবর্গের মাঝে মশারি বিতরণ করা। পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর এই ধরণের সহযোগিতায় বেঁচে আছে হাজারো প্রাণ।

আজ, শনিবার (২১ আগস্ট) সকাল ১১ টায় লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে এসব মশারি বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে লংগদু জোন কমান্ডার এলাকার নিরীহ পাহাড়ি-বাঙালিসহ বিভিন্ন সম্প্রদায়ের ২০০ জন স্থানীয় দরিদ্র ব্যক্তিবর্গের মাঝে উন্নতমানের মশারি তুলে দেন। এসময় জোন কমান্ডার বলেন, পাহাড়ে ম্যালেরিয়াসহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ম্যালেরিয়া ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে সেনাবাহিনী এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে।

এছাড়াও তিনি আরও বলেন, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে বাংলাদেশ সেনাবাহিনী মানবসেবায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।