লংগদু থানা পরিদর্শনে পুলিশ সুপার মীর আবু তৌহিদ

২০০

সাকিব আলম মামুন

রাঙামাটি জেলার লংগদু থানা পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।

বুধবার (১২ অক্টোবর) দুপুরের দিকে নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) লংগদু থানায় পৌঁছালে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন ফুলেল শুভেচ্ছা জানান।

পরে থানা প্রাঙ্গণে নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) কে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।

পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) থানার বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেন এবং পরিদর্শনকালে তিনি সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, পাহাড়ের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখতে সকল পুলিশ সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাহাড়ে মাদকের কারণে যেন যুব সমাজ ধ্বংস না হয়।
সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরো বলেন, অপরাধী যত বড় শক্তিশালী হোক। কাউকে ছাড় দেওয়া হবে না। নিরীহ মানুষ যেন অযথা হয়রানির শিকার না হয় সবাইকে আন্তরিকতার সহিত কাজ করার জন্য আহ্বান জানান।

এসময় রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, সদর জেলার সার্কেল অফিসার, বাঘাইছড়ি সার্কেল অফিসার আব্দুল আউয়াল এবং রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ লংগদু থানা পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।