লংগদু তিনটিলা বনবিহারে ৩৮ফুট উচ্চ বুদ্ধমূর্তি উদ্বোধন

১৮০

।। ও এফ মুছা ।।

রাঙ্গামাটির লংগদু উপজেলার লংগদু তিনটিলা বনবিহারে ৩৮ ফুট উচ্চতর বুদ্ধমূর্তির উদ্বোধন ও কঠোর তপস্যারত সিদ্ধার্থের প্রতিমূর্তি, ধর্ম পূজা সহ দানীয় পূজা সম্পাদন করা হয়েছে। শুক্রবার (১১ফেব্রুয়ারি) সকাল থেকে উপাসিকা মান্টি চাকমার সঞ্চালনায় মহতি সভার করা হয়। অনুষ্ঠানের শুরুতে ভান্তদের পক্ষ থেকে তিনটিলা বনবিহার অধ্যক্ষ প্রজ্ঞা লংকার মহাস্থবিরকে বরণ করে নেয়ার পর তিনি বিভিন্ন দানানুষ্ঠান উৎসর্গ করেন। পঞ্চশীল প্রার্থনা করেন সুমন চাকমা। অতিথি হিসেবে তিনটিলা বনবিহারে নব নির্মিত ৩৮ ফুট উচ্চতার বুদ্ধমুর্তি উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এসময় ভিক্ষু সংঘের সকল ভিক্ষুগন উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্যে বৃষকেতু চাকমা বলেন, বৌদ্ধধর্ম হচ্ছে এমন একটি ধর্ম যেখানে হিংসা নাই, আমরা ধর্মে বিশ্বাসী। ভান্তদের কথা মেনে চললে জীবনে সুখ শান্তিতে থাকবে। ভিক্ষু সংঘের স্ব-ধর্ম দেশনা দেন ফুরমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভৃঘু মহাস্থবির, মানিকছড়ি চোঠিপুর বনবিহার অধ্যক্ষ জিন কোঠি মহাস্থবির, মানিকছড়ি বোধিপুর বনবিহার অধ্যক্ষ জ্ঞান বোধি মহাস্থবির। সহ অন্যান্য ভান্তগন। অনুষ্ঠানে লংগদু সেনা জোনের পক্ষ থেকে ভান্তদের জন্য উপহার সামগ্রী প্রদান করা হয়। বিকালের পর্বে তিনটিলা বনবিহার পরিচালনা কমিটির অাহবায়ক রকি চাকমা, সাবেক কাস্টমস অফিসার কল্যাণ মিত্র চাকমা পুতুল, সাবেক তিনটিলা বনবিহার পরিচালনা কমিটির সাবেক যুগ্ন আহবায়ক হেডম্যান মানিক কুমার চাকমা বক্তব্য রাখেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।