লংগদু উপজেলা প্রশাসনের পক্ষ হতে এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

0 ৩২

আরাফাত হোসেন বেলাল।।

রাঙ্গামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে, অসহায় ও এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর ) লংগদু উপজেলাধীন লংগদু মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার এতিম ছাত্রদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়েছেন,কোমলমতি শিশুরা।মাদ্রাসার শিক্ষকরা তারা বলছেন, বিশেষ করে এতিম অসহায় ছাত্রদের জন্য শীতবস্ত্র কম্বল শীত নিবারনে সহায় হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, লংগদু উপজেলা জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা সহ অনেকেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রত্যেকটি ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে গ্রামের অসহায় মানুষের কাছে কম্বল পৌঁছে দেওয়া হবে। এ জন্য মাননীয় জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় আমরা লংগদু উপজেলার প্রশাসন, ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-সহ বিভিন্ন দপ্তরের অফিসারগনকে সাথে করে এই কম্বল বিতরণ করছি।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।