রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে ৪৬২ পদে সহকারী শিক্ষক নিয়োগ প্রকাশ
আবেদনের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে এবং নির্ধারিত প্রবেশপত্রের নমুনা ফরম যথাযথভাবে পূরণ করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে জমা দিতে হবে। নির্ধারিত ‘চাকরির আবেদন ফরম’ ও ‘প্রবেশপত্রের নমুনা ফরম’ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অনুকূলে সরকার অনুমোদিত যেকোনো ব্যাংক থেকে ৪০০ টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার করে আবেদনের সঙ্গে রসিদ জমা দিতে হবে। কোনো প্রকার পোস্টাল অর্ডার গ্রহণ করা হবে না।
আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সব সনদ ও কাগজপত্র সত্যায়িত করে এক সেট জমা দিতে হবে। প্রার্থীর সনদ ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার স্বাক্ষরের নিচে নামসহ সিল থাকতে হবে।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।