মানিকছড়িতে অস্ত্রসহ পাহাড়ী তিন সন্ত্রাসী আটক

0 ২৩৮
মো.জাকির হোসেন,(মানিকছড়ি: খাগড়াছড়ি)

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলীর দূর্গম অঞ্চলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে অস্ত্র সহ আটক করেছেন সেনাবাহিনী। আটককৃতরা হলেন, রকি ত্রিপুরা (২০), সাথোআং মারমা (৩০) ও জুয়েল ত্রিপুরা (২৩)। তারা সবাই ইউপিডিএফ (মূল) দলের টোল কালেক্টর বলে সূত্রে জানা জায়।

গতকাল মঙ্গলবার গভীর  রাত ২টা ৩০ মিনিটের দিকে  সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন  ওয়ালী’র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল,২ রাউন্ড কার্তুজ, ৩২ হাজার পাঁচশত নগত টাকা, মানিব্যাগ,৩টি জাল দলিল, ৮টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের রশিদ,পাটির মৌলিক শিক্ষা ও নীতিমালা বই,বিভিন্ন কাগজপত্রসহ তাদের আটক করা হয়।

দূর্গম অঞ্চলটি রামগড় থানার অধীনে হওয়ায় রামগড় থানায় তাদের হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করেছেন সেনাবাহিনী। দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে তাদের রামগড় থানার উদ্দেশ্যে নিয়ে যা সেনাবাহিনীর একটি দল।

এর আগেও অনেক অভিযান পরিচালিত হয় ক্যাপ্টেন ওয়ালী’র নেতৃত্বে। সম্প্রতি দুইটি বড় অভিযান পরিচালনা করে বেশ কয়েক জনকে অস্ত্র ও টাকা সহ আটক করা হয়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।