লংগদুতে মাইনীমুখ ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি আজগর, সা. সম্পাদক হারুন

২১৪

।। আরমান খান, লংগদু ।।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মলেন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, সকালে উপজেলার মাইনীমূখ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সরাসরি বেলট ভোটের মাধ্যমে মো. আজগর আলীকে সভাপতি ও মো. হারুন রশিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন কাউন্সিলররা।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাইনীমূখ ইউনিয়ন শাখার সভাপতি মো. আজগর আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন লংগদু উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ লংগদু উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেলিম সরকার।

মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, লংগদু উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা যুবলীগের সহসভাপতি শহিদুল আলম স্বপন, সহসভাপতি ফজলুল হক, সহ-সম্পাদক রহমত আলী, সদস্য শাহ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক প্রমূখ।

সভায় বক্তরা বলেন, যুবলীগ হচ্ছে আওয়ামীলীগের সম্মুখ যোদ্ধা, বয়সে তরুন যুবলীগের যোগ্য নেতৃত্ব নির্বাচনে সম্মেলনের বিকল্প নাই। দীর্ঘ বারো বছর পরে হওয়া এই সম্মেলনের মাধ্যমে যুবলীগের সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী হবে। আগামী দিনের সকল লড়াই সংগ্রামে যুবলীগ তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। মুজিব আদর্শের অসম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করবে।

সম্মেলনের প্রথম অধিবেশনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আছমা বেগম, মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামশুল হক, জেলা যুবলীগের সহ-সভাপতি মো. আবু তৈয়ব, সাংগঠনিক সম্পাদক ছলিম উল­াহ্, সহ-সম্পাদক মোহাম্মদ আলী, মো. সিরাজুল ইসলাম, সদস্য খান মোহাম্মদ শাহিন সহ আরো অনেকে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।