ভাসাইন্যাদম ইউনিয়নে মৎস্য ভিজিএফ চাউল বিতরণ

১৭৭

 

।। আলোকিত লংগদু ডেক্স ।।

রাঙামাটির লংগদু উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের মৎস্যজীবিদের মাঝে মৎস্য ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(১২আগষ্ট) উপজেলার ভাসান্যাদম ইউপি কার্যালয়ে মৎস্য জীবীদের মাঝে ( ভিজিএফ) বাবদ ৩য় পর্যায়ে ভাসান্যাদম ইউনিয়নের ৮৩০ পরিবারের মধ্যে জন প্রতি ২০ কেজি হারে সর্বমোট ১৬. ৬০০ মেঃটন চাউল বিতরণ করা হয়।

ভাসাইন্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার উজ্জ্বল কান্তি চৌধুরী, ইউনিয়ন মৎস্যজীবি প্রতিনিধি মোঃ হারুন এসময় উপস্থিত থেকে এই চাউল বিতরণ করেন।

উল্লেখ্য কাপ্তাই হ্রদে মাছের বংশ বিস্তার ও প্রজননের জন্য সরকার ১মে থেকে পরবর্তী তিনমাস পরে দুই দফায় আরো ২০ দিন পর্যন্ত এ সময়ের মধ্যে হ্রদে সকল প্রকার মাছ ধারা, আহরণ ও বাজারজাত করার উপর বিধিনিষেধ আরোপ করে। এই প্রেক্ষিতে হ্রদে মাছ ধরা থেকে থাকার জন্য সরকার নিবন্ধিত মৎস্যজীবিদেরকে জনপ্রতি মাসে ২০কেজি হারে ৩মাস মৎস্য ভিজিএফ চাউল প্রদান করা হচ্ছে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।