বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকীতে লংগদুতে সেলাইমেশিন বিতরণ ও আলোচনা সভা

0 ২২৪

।। আলোকতি লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদুতে ”বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে লংগদু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অসহায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগষ্ট), সকাল সাড়ে দশটায় লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভায়
লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন এতে সভাতিত্ব করেন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক আখি চাকমার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম।
শেষে অতিথিগণ ৬জন অসহায়, দুস্থ ও গরীব মহিলার মাঝে ৬টি সেলাই মেশিন বিতরণ করেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।