নানিয়ারচর রাস্তা সহ ৫টি উন্নয়ন প্রকল্পের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

0 ২৫

বিপ্লব ইসলাম।।

পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কন্ঠ নামক সংগঠন লংগদু উপজেলা শাখার নেতৃবৃন্দ রাংগামাটি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কন্ঠ লংগদু উপজেলা শাখার নেতৃবৃন্দ অত্র উপজেলার আওতায় ৫টি প্রকল্পের দাবি জানিয়ে জেলা প্রশাসকের সহযোগিতা চেয়ে উক্ত স্মারক লিপি প্রদান করেন। 

এসময় উপস্থিত ছিলেন,লংগদু উপজেলা শাখার পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কন্ঠ সংগঠন এর আহবায়ক জাহাঙ্গীর আলম সদস্য সচিব সিরাজুম মুনির জিয়াদ,যুগ্ম আহবায়ক ফিরোজ মাহমুদ ও তারেক আজীজ। 

স্মারক লিপিতে তারা সামাজিক দুর্ভোগের কথা তুলে ধরে লিখিত আকারে বলেন, আমরা পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠির কন্ঠ এর পক্ষ হইতে আবেদন করিতেছি যে, অত্র উপজেলায় পাহাড়ী বাঙ্গালী মিলে প্রায় ১ লক্ষ ৮০ হাজার লোকের বসবাস কিন্তু রাঙ্গামাটি জেলা সদর থেকে লংগদু উপজেলা প্রায় ৭০ কি.মি. দুরে অবস্থিত।জেলা সদর থেকে যোগাযোগের একমাত্র মাধ্যম নদীপথ এবং এলাকাটি পার্বত্য ও দুর্গম এলাকা হওয়ায় উন্নয়নের দিক হইতে পিছিয়ে আছে দীর্ঘদিন যাবৎ নদী পথে রোগী নিয়ে যাতায়াত করতে গিয়ে অনেকটা দূর্ভোগের স্বীকার হতে হয়।  রাঙ্গামাটি জেলা সদরের সাথে সড়ক পথে যাতায়াতের জন্য যোগাযোগ ব্যবস্থা নেই এতে করে কোনো রোগী অসুস্থ হলে কিংবা গর্ভবর্তী মায়ের জেলা সদরে নিয়ে যেতে পথেই দুর্ঘটনা ঘটে,ফলে  পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠির
কন্ঠ এর পক্ষ হইতে উদ্যোক্তা হিসাবে নিম্নোক্ত প্রকল্পগুলো অনুমোদনের জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি।

এছাড়াও অন্যান্য ৪ টি প্রকল্পের মধ্যে রয়েছেন,লংগদু উপজেলা হইতে নানিয়ারচর-লংগদু সংযোগ  রাস্তাটির সংযোগের জন্য বিভিন্ন স্থানে মাটি কাটা ও মাটি ভরাট,লংগদু উপজেলা হইতে বাঘাইছড়ি উপজেলা সদরের সাথে সড়ক যোগযোগ ব্যবস্থার জন্য মাইনীমুখ ফরেস্ট গেইট হইতে কালাপাগুজ্জাঘাট পর্যন্ত ড্রেজিং এর মাটি ভরাট করে রাস্তা নির্মাণ, মাইনীমুখ লঞ্চ ঘাট হইতে ৩ টি ইউনিয়নের সাথে সড়ক পথে যোগাযোগের জন্য ব্রিজ নির্মাণ, লংগদু উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা করা সহ মাইনীমুখ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মাইনীমুখ মডেল হাই স্কুলের পিছনে পরিত্যাক্ত ঘোনা ভরাটকৃত জায়গায় খেলার মাঠ হিসাবে অনুমোদন সহ এ ব্যাপারে উপরোক্ত প্রকল্প বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা  কামনা করে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটি।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।