নয়া দিগন্ত’র লংগদু উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন বিপ্লব ইসলাম

0 ৩৭

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক পত্রিকা ‘দৈনিক নয়া দিগন্ত’র লংগদু উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক বিপ্লব ইসলাম। গত ৬ আগষ্ট নির্বাহী সম্পাদক ইব্রাহিম খলিলি ও মফস্বল সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্র এবং পত্রিকার আইডি কার্ডের মাধ্যমে নিয়োগের বিষয়টি অবহিত করা হয়।

বিপ্লব ইসলাম বর্তমানে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক দেশ বর্তমান,পাহাড়ের প্রধান দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়ের অন্যতম অনলাইন পাহাড় টোয়েন্টিফোর সহ জাগো বুলেটিন অনলাইনে লংগদু উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি জাতীয় দৈনিক অপরাধ কন্ঠ,এবি৭১ একাত্তর অনলাইন টেলিভিশন,জাগরণ সংবাদ,শীর্ষ সংবাদ,দিগন্তের বার্তা, জাতীয় দৈনিক আমাদের বাংলা ও জাতীয় দৈনিক ঢাকা টাইমসে কর্মরত ছিলেন।

এছাড়াও তিনি সাংবাদিক সংগঠন চট্টগ্রাম বিভাগীয় চট্টগ্রাম সাংবাদিক সংস্থা( চসাস) এর কার্যকরী কমিটির সিনিয়র সদস্য ও লংগদু উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।

পেশাগত কাজে অতীতের ন্যায় তিনি লংগদু উপজেলার সকল শ্রেণীপেশার মানুষের অব্যাহত সহযোগিতা এবং সংবাদ সংক্রান্ত বা যেকোন প্রয়োজনে মোবাইল নং (০১৬৩-৪১০৪৫৯১/০১৮৭-৯০৮৭২৭৪) অথবা ই-মেইল (mdbiplob.rgt@gmail.com) এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।