নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

alokitolangadu@gmail.com

0 ২৪৬

।। দৈনিক আলোকিত লংগদু ডেক্সঃ।।

সারা দেশের ন্যায় রাঙ্গামাটির লংগদুতেও নতুন বছরের প্রথম দিনে বই উৎসবের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম ।

সোমবার (১ জানুয়ারি ২০২৪) এদিন সকাল ১০ টা থেকে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।

নতুন বই মানে আনন্দ, নতুন অনুপ্রেরণা। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশি খুদে শিক্ষার্থীরা। নতুন বইয়ের ঘ্রাণেই বলে দেয় কতটা আনন্দিত তারা।

এদিন লংগদু উপজেলার ৭৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি দাখিল মাদ্রাসা, ২৫টি ইবতেদায়ি মাদরাসায় আজ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বই বিতরণ উৎসব পালন করা হয়েছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।