দুর্যোগ পরিস্থিতিতে মানুষের সেবায় ৩৮ আনসার ব্যাটালিয়ন

0 ২৩৩

দৈনিক আলোকিত লংগদু ডেক্সঃ

রাঙ্গামাটিতে অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে গতকাল সন্ধ্যাহয়ে থেকে ৪টি গুরুত্বপূর্ণ এলাকায় লংগদু-দীঘিনালা সড়কের বামে আটারকছড়া, করল্যাছড়ি, ডাঙ্গাবাজার ও মেরুং এলাকায় সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এরই ধারাবাহিকতায় আনসার ব্যাটারিয়নের উপ-মহাপরিচালক, চট্টগ্রাম রেঞ্জ মহোদয়ের নির্দেশে মঙ্গলবার সকাল থেকে ২টি ক্যাম্পের পার্শ্ববর্তী সড়কে বন্যা দূর্গত এলকায় মানুষ ও পরিবহন শ্রমিকদের সহায়তায় ১৫ জন আনসার ব্যাটালিয়ন সদস্য ত্রাণ ও পুনর্বাসন কাজে অংশ নেয়। পানির বন্ধি হয়ে যাওয়া কয়েকটি পরিবারকে উদ্ধার করে, খাদ্য, ঔষধ প্রদান করা হয়।

উক্ত কাজে মানবিক সেবায়, ৩৮ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর অধিনায়ক, এএসএম আজিম উদ্দিন, ও কোম্পানী কমান্ডার মোঃ মাহমুদুল হাসান এবং চংড়াছড়ি এলাকায় ত্রাণ করেন হবিলদার এরশাদ।

লংগদু প্রশাসনের সাথে উপজেলা ক্যাম্প কমান্ডারের আরেকটি টিম দূর্গত এলাকার সহায়তার কাজে মোতায়েন রয়েছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।