দুই পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে হাঁসের খামার প্রদান করেছে বিজিবি

0 ২৯

মো.গোলামুর রহমান।।

বিজিবি রাজনগর জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় বাসিন্দা সুবিনা চাকমা (৫৫), স্বামী-মৃত অনিল চাকমা, গ্রাম-নোয়াপাড়া এবং মোঃ ফজলুল হক (পঙ্গু, ৪৫), পিতা-মৃত মোসলেম উদ্দিন, গ্রাম-রাজনগরকে আর্থিকভাবে স্বাবলম্বি করার লক্ষ্যে রাঙ্গামাটি সেনা রিজিয়নের দিক-নির্দেশনায় হাসার খামার প্রদান করা হয়।

রাজনগর জোন কর্তৃক বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুই পরিবারকে ৫০টি করে হাঁস এবং হাঁসের জন্য ঘর হস্তান্তর করা হয়েছে।

রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান, পিএসসি উপস্থিত থেকে উল্লেখিত হাঁস এবং হাঁসের ঘর সংশ্লিষ্টদের নিকট হস্তান্তর করেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কারবারী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে রাজনগর জোন কমান্ডার জানান, পার্তব্য অঞ্চলে বসবাসরত পিছিয়ে থাকা হত-দরিদ্র জনসাধারণকে সামলম্বি করে গড়ে তোলার জন্যই এধরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি ২০২৫ মাসের ২য় সপ্তাহে আরোও ০৩টি পরিবারকে একই হারে হাঁস এবং ঘর হস্তান্তর করা হবে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।