দক্ষিণ রহমতপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও মেধাবী ছাত্রছাত্রীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মো.গোলামুর রহমান।।
রাঙ্গামাটির লংগদুতে কালাপাকুজ্জা ইউনিয়নের দক্ষিণ রহমতপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় দক্ষিণ রহমতপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় সাংবাদিক আব্দুর রহিম এর সঞ্চালনায় মাদ্রাসা সুপার মাওলানা ওমর ফারুক এর সভাপতিত্বে উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালাপাকুজ্জা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক, সাংবাদিক এম কামাল উদ্দীন, মাইনীমুখ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও ছাত্র ছাত্রী এবং অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানে মাদ্রাসার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এবং মেধাবী ছাত্র ছাত্রীদের পুরষ্কার তুলে দিয়ে, ছাত্র ছাত্রীদের লেখাপড়ার প্রতি মনোযোগী ও ইসলামিক জ্ঞান অর্জনের লক্ষে উক্ত পুরষ্কার বিতরণীর আয়োজন করেন অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য আলমগীর হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিশুরা তাদের ঈমান আকিদা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে। এতে করে দেশ এবং জাতী কে সঠিক ভাবে পরিচালনা করতে সক্ষম হবে। তাই লক্ষ্য ঠিক রেখে শিশুদের মানুষের মত মানুষ করতে হবে।