দঃ রহমতপুর মাদ্রাসার বার্ষিক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

৩৪৬

 

।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের দক্ষিণ রহমতপুর রেজিঃ সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচানা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(৯জানুয়ারী), সকালে এবতেদায়ী মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক। মাদ্রাসার শিক্ষক মাওলানা মাইনুদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈয়ব আলী।

অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন, কালাপাকুজ্জা ইউপি সদস্য মোঃ শাহ আলম, ইউপি সদস্য ওমর ফারুক, মাওলানা মোঃ মনছুর আলম, মোঃ ইব্রাহীম, মোঃ আসাদ আলী, মোঃ শাজাহান মিয়া (প্রমুখ)।

শেষে মাদ্রাসার ছাত্র অভিভাবক ও পুলিশ সদস্য মোঃ আলমগীর এর সৌজন্যে বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও মেধাস্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।