জামিনে মুক্তি পেলেন শাহাদাত ফরাজী শাকিব

0 ১২২

ডেস্ক রিপোর্টঃ
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আন্দোলনরত ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনার মামলায় শাহাদাৎ ফরাজী শাকিবকে (৩৫) জামিন দিয়েছে আদালত।

সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি ।

এর আগে শাহাদাৎ ফরাজী সাকিবকে (৩৫) গ্রেপ্তার করার পর পাহাড়ে বিক্ষোভ ও মানববন্ধন করা হয় । তার মুক্তির দাবিতে অনলাইন অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে ওঠেন। বিখ্যত ইউটিউবার পিনাকী ভট্রচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন,বিভিন্ন সাংবাদিক, আমজনতা পার্টির নেতা তারেক খানসহ অসংখ্য মানুষ তার মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়ে ওঠে।

মুক্ত হওয়ার পর শাহাদাৎ ফরাজী সাকিব জানান, আপনারা জানেন আমি প্রতারণার স্বীকার হয়ে গ্রেপ্তার হয়েছি। মামলায় জামিন পাওয়ায় প্রমাণ হয় কারা ষড়যন্ত্র করে এবং আমি যে ষড়যন্ত্রের স্বীকার তা প্রমাণ হলো।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা একবার নয় হাজার বার জেলে যেতে পারবো। আমরা সার্বভৌমত্ব কখনও বিসর্জন দেবো না। আদিবাসীর স্বীকৃতির আড়ালে যে ষড়যন্ত্র তা দেশবাসী হতে দেবো না। দেশের সকলকে মিলে এ ষড়যন্ত্র রুখে দিতে হবে তা না হলে পার্বত্য চট্র্রগ্রাম একটি আলাদা দেশ হয়ে যাবে।

তিনি আরও জানান, আমাকে গ্রেপ্তার করার পর যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

প্রসঙ্গত, পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ প্রবেশ এবং জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে গত ১৫ জানুয়ারি সকালে এনসিটিবি ভবন ঘেরাও করে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামের একটি সংগঠন। অন্যদিকে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল মানুষ পাঠ্যবইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যায়।

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে সমবেত মানুষেরা এনসিটিবির সামনে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও হামলা হয়। এতে অনেকে আহত হন। ওই ঘটনায় গত ১৭ জানুয়ারি পাহাড়ি ছাত্র পরিষদ একটি মামলা করে। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।