চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত

0 ১৫৭

 

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় কন্টেইনার ডিপোতে পাওয়ার ট্যাংক বিস্ফোরণে তিন শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে পতেঙ্গার বিজয় নগরের অবস্থিত ইনকন্ট্রেড কন্টেইনার ডিপুতে তেলের ট্যাঙ্কারে তেল সরবরাহ করার সময় এ বিস্ফেরণের ঘটনা ঘটে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ও আহতদের বাড়ি পতেঙ্গার বিজয় নগর এলাকায় বলে জানা গেছে। তবে তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি।

ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, দুপুরে ইনকন্ট্রেড কন্টেইনার ডিপুতে পাওয়ার ট্যাংক ওয়েল্ডিং করার সময় ওয়েল্ডিং-এর ছিটায় পাওয়ার ট্যাংক লিক হয়ে এই বিস্ফোরণ ঘটে। এসময় তিন শ্রমিক নিহত হন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

ঘটনাস্থলে পুলিশ গেছে। ঘটানটি খতিয়ে দেখা হচ্ছে

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।