খেলতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে দু‘শিশুর মৃত্যু

0 ২৬১

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে শহরের বিজয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহতরা হলেন, বিজয়নগর এলাকার বাসিন্দা মিলন কান্তি চাকমার ছেলে আর্য্য জীবন চাকমা (৮) এবং একই এলাকার মোহন চাকমার ছেলে অন্তর চাকমা (৮)।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে কাপ্তাই হ্রদের পাড়ে খেলতে যায় আরজু জীবন ও অন্তর চাকমা।

এসময় খেলার এক পর্যায়ে পানি পড়ে ডুবে যায় দুই শিশু। পরে স্বজনরা অনেক খোঁজাখুজির পর হ্রদে ভাসমান অবস্থায় দুই শিশুর লাশ দেখতে পেয়ে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু‘জনকেই মৃত ঘোষণা করেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।