কাপ্তাই হাটবাজার পরিস্কার রাখতে জেলা প্রশাসকের বিভিন্ন সরঞ্জামাদী বিতরণ

0 ২৫১

আলোকিত লংগদু ডেক্স:

মুজিব বর্ষে পরিচ্ছন্ন হাটবাজার ও পরিস্কার পরিচ্ছন্ন শহর বাস্তবায়নের লক্ষ্যে এলজিএসপি-৩ এর অর্থায়নে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে কাপ্তাই নতুন বাজার ও জেটি ঘাট বাজারে ময়লা আবর্জন পরিবহনের জন্য ১ টি টমটম গাড়ি, ২০ টি উন্নতমানের প্লাস্টিকের ডাস্টবিন এবং ময়লা পরিস্কারের জন্য কোদাল–বেলচা সহ পরিচ্ছন্ন কর্মীদের মধ্যে পোষাক বিতরণ করেছেন রাঙামাটি জেলা প্রশাসক।

রবিবার (২৫ অক্টোবর) সকালে কাপ্তাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ,

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতিত্বে কাজী মাকসুদুর রহমান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাইনুল হোসাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সামশুল ইসলাম আজমীর, উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন, কাপ্তাই নতুন বাজার বনিক কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক একরামুল হক এবং জেটিঘাট বণিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।