করোনায় বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যু

0 ২২৫

আলোকিত লংগদু ডেক্সঃ

চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর। আজ শনিবার (১৫ আগস্ট) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মুর্তজা বশীরের বয়স হয়েছিল ৮৮ বছর। শিল্পীর মেয়ে মুনিরা বশীর সাংবাদিকদের জানান, সকাল ৯টা ১০ মিনিটে তিনি মারা যান।
প্রখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট। মুর্তজা বশীর একাধারে চিত্রশিল্পী, ভাষা সংগ্রামী, গবেষক ও ঔপন্যাসিক। মহান ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্রদের মিছিলে পুলিশের গুলিবর্ষণের পর রক্তাক্ত আবুল বরকতকে যাঁরা হাসপাতালে নিয়ে যান, মুর্তজা বশীরও তাঁদের মধ্যে ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।