ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি

0 ৬৮

মো.গোলামুর রহমান।।

ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৪ ইং পালন করেছে রাঙ্গামাটির লংগদু উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল দশটায় উপজেলার হাসপাতাল রোড থেকে একটি শান্তি র‍্যালী বের করে উপজেলা সদরে প্রধান সড়ক পদক্ষিন করে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এসে আলোচনা সভায় একত্রিত হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপি আব্দুল হালিমের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএপির সিনিয়র সহ-সভাপতি আবুু নাছির।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি জানে আলম, সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

এসময় তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহী জনতা বিপ্লবের স্মরণে এই দিবসটি পালন করা হয়। ১৯৭৫ সালের ‘সৈনিক-জনতা অভ্যুত্থান’ স্মরণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করবে বিএনপি। রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঐতিহাসিক এই দিনে সৈনিক ও জনতা মিলে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেন যা পরবর্তী সময়ে তাঁর ক্ষমতায় আসার পথ সুগম করেছিল। আমরা সেই জিয়ার সৈনিক। দেশ পুনরায় সমৃদ্ধশীল করতে বাংলাদেশ জাতীয়বাদীদল বিএনপি কাজ করে যাবে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।