একুশের প্রথম প্রহরে লংগদু উপজেলা শহীদ মিনারে জনতার ঢল

২৫১

বিপ্লব ইসলাম

একুশের প্রথম প্রহরে লংগদু উপজেলা শহীদ মিনারে জনতার ঢল
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষাশহীদদের স্মরণ, সর্বত্র বাংলা ভাষা চালু, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় রাংগামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি পালন করা হয়েছে।

একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে লংগদু উপজেলা শহীদ মিনারে, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগ,জাতীয় পার্টি, বিএনপি, যুবদল,ছাত্রদল সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দিতে শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব উসমান, অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন,
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুক্তিযুদ্ধা,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন সংঘঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।