ইসলামিক ফাউন্ডেশন নৈতিকতার শিক্ষাদেয়-লংগদুতে উপ সহকারী আহসান হাবিব

২৪০

মো. গোলামুর রহমান,

ইসলামিক ফাউন্ডেশন সর্বদা নৈতিকতা এবং ইসলামিক জ্ঞানের শিক্ষা দেয়। সহজ কুরআন শিক্ষা ও প্রাক- প্রাথমিকের মাধ্যমে কুরআন সুন্নাহর আলোকে একটি শিশুকে গড়ে তুলতে ইসলামিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। শিক্ষকদের অবশ্যই শিশুদের আদর সোহাগের মাধ্যমে পাঠদান করাতে হবে। শিশুদের কখনো লাঠি দিয়ে ভয় দেখানো যাবেনা। আমাদের কাছে যদি বাচ্ছারা ভয় পেয়ে পালিয়ে যায়,তাহলে তাকে পড়ানো সহজ হবেনা। ভয়ভীতি দুর করতে হবে,বাচ্ছা গুলোকে আনন্দে রাখতে হবে।আমি আশা করবো সকলে সঠিক ভাবে কেন্দ্র গুলো পরিচালনা করবেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর দুইটায় রাঙ্গামাটি লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলায়তনে মাও. জুবায়ের আহমদ এর পরিচালনায় মাসিক সমন্বয় সভায় ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপসকারী পরিচালক ( অর্থ বিভাগ) আলী আহসান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা ফিল্ড সুপার ভাইজার আলী আহসান ভুইয়ার সভাপতিত্বে, স্বাগত বক্তব্য রাখেন লংগদু উপজেলা মডেল কেয়ার টেকার মাও. সোহেল আহমদ।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় হিসাব রক্ষক (ঢাকা) মো. হাসান হাওলাদার, সারণ কেয়ারটেকার মাও.যুবায়ের হোসেন, ইসলামিক ফান্ডেশনের শিক্ষক ইদ্রিছ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন সারণ কেয়ারটেকার নাছির উদ্দীন,কেয়ারটেকার মামুনুর রশিদ, শিক্ষক সমিতির সভাপতি মাও.আব্দুল মতিন সহ শিক্ষক শিক্ষিকাগণ।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।