ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

0 ৫৩

বিপ্লব ইসলাম।।

রাংগামাটি জেলার লংগদু উপজেলার কালাপাকুজ্জা ইসলাম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়ছে।

রবিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকায় কালাপাকুজ্জা ইউনিয়নের ইসলাম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের ও প্রাক্তন ছাত্র সংসদ এর সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক মোঃ আব্দুল হালিমের সঞ্চালনায় এতে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালাপাকুজ্জা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক দেওয়ান।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিক হুমায়ুন কবির,হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মোবারক হোসন,কালাপাকুজ্জা ইউনিয়নের ৩৯০ নং মৌজার হেডম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী,প্রধান শিক্ষক সমিতির সভাপতি সুনীতি চাকমা,প্রধান শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মীর শাহ আলম চৌধুরী,প্রধান শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক সহ কালাপাকুজ্জা ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।

এ-সময় বক্তারা শিক্ষা বিস্তারের লক্ষ্যে নানাবিধ আলোচনা করেন আলোচনা শেষে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষক হুমায়ুন কবিরের মাঝে ক্রেস্ট,সম্মাননা স্মারক সহ উপহার এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।