ইফা ইমামদের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০৯

মো.গোলামুর রহমান

রাঙ্গামাটির লংগদুতে ইসলামিক ফাউন্ডেশনে কর্মরত ইমাম, প্রাক-প্রাথমিক, সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের সকল শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলায়তনে উক্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাধারণ কেয়ারটেকার মাও. জুবায়ের হোসেনের সঞ্চালনায়,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মডেল কেয়ারটেকার মাও. সোহেল আহমদ।

এসময় উপজেলা ফিল্ড সুপারভাইজার মাও. নাছির উদ্দীন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ফিল্ট সুপারভাইজার মাও. আলী আহসান ভুইয়া।

সভায় আরো উপস্থিত ছিলেন, মাইনী ইউনিয়নের কেয়ারটেকার মো. নাছির উদ্দীন, আটারকছড়া ইউনিয়নের কেয়ারটেকার মামুনুর রশিদ, শিক্ষক সমিতির সভাপতি মাও. হাফেজ আব্দুল মতিন সহ শিক্ষক শিক্ষিকাগণ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আরো সুন্দর ও সফল ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে একনিষ্ঠ ভাবে কাজ করে যেতে হবে। শিশুদের সুন্দর ভাবে দ্বীনের পথে চলার শিক্ষা দিতে হবে।কারণ ছোট থেকে শিশুদের যা শেখানো হয় তাই তাদের মাথায় থাকবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।