আকস্মিক আগুনে পুড়ে ছাই বসত বাড়ি

0 ১৪

ডেক্স রিপোর্টঃ

রাঙ্গামাটির লংগদুতে আকস্মিক আগুনে পুড়ে ছাই হয়েছে ইব্রাহিমের স্বপ্নের বসত বাড়ি। ধারণা করা হচ্ছে পূর্বের শত্রুতার যের ধরে এঘটনা ঘটানো হয়েছে।

স্থানীয় সুত্রে জানাযায় রবিবার(৪মে) সকাল ৯টার দিকে উপজেলার বগাচতর ইউনিয়নের মহাজনপাড়া পেটান্যমাছড়া এলাকায় আগুনের দুর্ঘটনা ঘটে।

পরিবারের লোকজন জানায়, সকালে সবাই নিজেদের মত করে বাড়ির বাহিরে কাজ কর্মে চলেযান, বৃদ্ধা মা ঘরের পিছনে হাটছিলেন হঠাৎ ঘরে আগুন দেখে দৌড়ে আসলে পাশের বাড়ির এক মহিলাকে দৌড়ে পালাতে দেখে। আসেপাশে পানি শূণ্যতা আর লোকবল না থাকায় ঘর থেকে কিছুই বের করা সম্ভব হয়নি।

ইব্রাহিম বলেন, এসময় আগুনে পুড়ে ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এছাড়াও আগুন নেবানোর চেষ্টার সময় আমার মায়ের হাত পা পুড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এছাড়াও সে জানায়,আগুন লাগার পর আমার মা দেখতে পান পাশের বাড়ির মহিলা আমাদের ঘরের দিক থেকে দৌড়ে পালাচ্ছেন। তখন আগুন ছড়িয়ে পড়ায় তাকে না ধরে আগুন নেবানোর চেষ্টার করেন তিনি।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।