লংগদুতে মহান ভাষা দিবস উদযাপন

0 ১৬

মো.গোলামুর রহমান।।

লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মাধ্যমে শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে দিবসটি উপলক্ষে রাত ১২.১মিনেটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণ পুস্পস্তবক অর্পণ এর মাধ্যমে বায়ান্নের ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ এবং দোয়া মুনাজাত করেন।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক কফিল উদ্দীন মাহমুদ এর নেতৃত্বে প্রথমে মুক্তিযোদ্ধারা,উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও লংগদু থানার পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় বাঘাইছড়ি সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, লংগদু থানার ওসি সহ পুলিশ এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির পক্ষ হতে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায়, উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দীন মাহমুদ।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।