লংগদুতে ছায়া যুক্ত স্থানে আদা চাষের উপর মাঠ দিবস পালিত

Alokitolangadu@gmail.com

0 ২২

বিপ্লব ইসলাম।।

দেশে পেঁয়াজ, আদাসহ বিভিন্ন মসলা জাতীয় পণ্যের চাহিদা মেটাতে আমাদের ভারত অথবা অন্যদেশের উপর নির্ভরশীল থাকতে হয়। অথচ আমাদের দেশের পতিত জমিতে আধুনিক পদ্ধতিতে এসব পণ্য আবাদ করলে আর ভারত অথবা অন্যদেশের উপর নির্ভরশীল থাকতে হবে না। দেশের মাটিতেই এসব পণ্য আবাদ করে আমাদের দেশের চাহিদা মেটানো সম্ভব। বক্তারা বলেন, বাগান অথবা অন্যান্য ছায়াযুক্ত পতিত জমিতেই বস্তায় আদা চাষ করে লাভবান হওয়ার পাশাপাশি দেশের চাহিদা মেটানো সম্ভব।

বস্তায় মসলা জাতীয় ফসল আদা চাষের কলাকৌশলের উপর মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকার শতাধিক কৃষকদের কৃষাণী নিয়ে এক মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টারের আয়োজনে স্থানীয় কৃষক জায়নাল আবেদিন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম এবং লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ববিদ আসিফ মাহমুদ।

রাংগামাটি জেলার লংগদু উপজেলার বাইট্টা পাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ফল বাগানে বা ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষের কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়। এসময় উদ্যানতত্ববিদ আসিফ মাহমুদ কৃষকদের পরিত্যাক্ত জমি ও বিভিন্ন ফলের বাগানে বস্তায় আদা চাষের জন্য উদ্বুদ্ধসহ পরামর্শ প্রদান করে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।