লংগদুতে জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকীতে ত্যাগিদের মুল্যায়নের আহবান

0 ৩৭

বিপ্লব ইসলাম।।

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল জাসাস এর ৩১ দফা বাস্তবায়ন ও ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। বেলা বাড়ার সাথে সাথে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে মিলিত হয়।

জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন করেন ।

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল জাসাস এর লংগদু উপজেলা সাধারণ সম্পাদক মোঃ নুর আলমের সঞ্চালনায় ও জাসাসের উপজেলা সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (দেলু)র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু নাছির,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী খুনি হাসিনা সরকার জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, অবশেষে ৫ আগস্টের মাধ্যমে খুনি হাসিনা সরকারের অবসান ঘটে। বিগত দিনে লংগদু উপজেলা বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত ছিল, আগামী দিনেও তা প্রমাণ করতে হবে। কে কি করলো সেটা নিয়ে কথা না বলে আমরা আমাদের দেশকে সুন্দরভাবে সাজাতে সকলেই একসাথে কাজ করতে চাই ।

বক্তব্যে আরও বলেন, বিগত দিনে দুঃশাসনের মধ্যে লংগদু বিএনপি পরিবার কোন বড়সড় অনুষ্ঠান করতে পারেনি। আপনাদের সব সময় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।