বান্দরবানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।

0 ১৩২

বান্দরবান প্রতিনিধিঃ

আজ, রবিবার (২২ ডিসেম্বর ২০২৪) রুমা সেনা জোন (৩৮ ই বেংগল) এর তত্ত্বাবধানে পরিচালিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ৯৭ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে রুমা সেনা জোনের আওতায় ক্যাপলংপাড়া এবং পার্শ্ববর্তী এলাকাসমূহে ৩৮ ই বেংগল কর্তৃক বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ক্যাপ্টেন ওমর ফারুক (আরএমও, ৩৮ ই বেংগল) এর নেতৃত্বে মেডিক্যাল দলটি দেবতা পাহাড় টিওবি এর দায়িত্বপূর্ণ ক্যাপলংপাড়া এলাকায় দুস্থ ও অসহায় উপজাতিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এই কর্মসূচীর আওতায় দিনব্যাপী মেডিক্যাল দল কর্তৃক বিভিন্ন বয়সের সর্বমোট ১০৯ জন (৫০ জন মহিলা, ৩৯ জন শিশু এবং ২০ জন পুরুষ) স্থানীয় জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এই প্রত্যন্ত অঞ্চলের উপজাতিদের চিকিৎসার মান বৃদ্ধির লক্ষ্যে পারদর্শী আটত্রিশ এর পক্ষ থেকে ক্যাপলংপাড়া এলাকার লোকজনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মকান্ড প্রত্যন্ত অঞ্চলের সুস্বাস্থ্য এবং মনের প্রফুল্লতা বৃদ্ধিতে উত্তরোত্তর অবদান রাখবে বলে প্রতীয়মান। সর্বোপরি বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদার পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। তেমনি ভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসেবে সুদূর ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।