রুমা জোন কর্তৃক বিনামূল্যে মেডিক্যাল সেবা ও ত্রাণ বিতরণ

0 ৪৫

বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোনের উদ্যোগে একটি মানবিক মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৯ নভেম্বর ২০২৪ (মঙ্গলবার), মুনলাই পাড়ার ৫০টি পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এছাড়াও, রুমা জোনের পক্ষ থেকে স্থানীয় জনগণের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব কার্যক্রম পরিচালিত হয় ২৮ বীর রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কে. এম. আরাফাত আমিন, পিএসসি-র প্রত্যক্ষ তত্ত্বাবধানে।

এ সময় জোন কমান্ডার স্থানীয় পাড়াবাসীদের আশ্বাস প্রদান করেন যে, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে সহমর্মিতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে, যা পার্বত্য অঞ্চলে উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।