প্রচার-প্রচারণায় ব্যস্ত আনারসের প্রার্থী

0 ১৫০

মো. গোলামুর রহমান।।

রাঙামাটির লংগদুতে ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে প্রার্থীর গণসংযোগ ও পথসভা।

শুক্রবার দিনব্যাপী উপজেলার বগাচতর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ করেছে আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু ও তার সমর্থকগণ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম, সহ সভাপতি হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু ও সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান।

গণসংযোগে সমর্থকরা স্মাট ও উন্নত উপজেলা গড়ার লক্ষ্যে ২৯ মে আনারস প্রতীকে ভোট দিয়ে বাবুল দাশ বাবুকে বিজয়ী করার আহ্বান জানান।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।