বিজিবির অভিযানে গোল কাঠ জব্দ

alokitolangadu@gmail.com

0 ২১৯

মো. গোলামুর রহমান, 

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিজিবি’র অভিযানে গামারী গোল কাঠ জব্দ করা হয়েছে। বিজিবি কর্তৃক অভিযানে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক ৩৭ হাজার৫শ   টাকার অবৈধ কাঠ জব্দ করা হয়।

শুক্রবার(১২ জানুয়ারি ২০২৪)  গোপন সংবাদের ভিত্তিতে পোকশাপাড়া বিজিবি ক্যাম্পের আওতাধীন পোকশাপাড়া নামক স্থানে চোরাকারবারীরা কাঠ পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে একত্রিত করছে এমন সংবাদের ভিত্তিতে, রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি সি টাইপ এবং পোকশাপাড়া বিজিবি ক্যাম্প হতে একটি সি টাইপ টহল দল বিশেষ অভিযান পরিচালনা করেন।

বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা উক্ত স্থান হতে দ্রুত পালিয়ে যায়। পরিচালিত অভিযানে বিজিবি কর্তৃক ২৫ ঘনফুট গামারী গোলকাঠ জব্দ হয়। যার সিজার মূল্য-৩৭,৫০০/- (সাইত্রিশ হাজার পাঁচশত) টাকা। আটককৃত কাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রসংগে রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।