বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়- দীপংকর তালুকদার এমপি

alokitolangadu@gmail.com

0 ২৭৬

 

মো.গোলামুর রহমানঃ

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, বিএনপি-জামায়াত অবরোধের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে। তাদের এই ধরনের নাশকতা এড়াতে সকলকে সচেতন থাকতে হবে। তারা নির্বাচনে না গিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।

১২ নভেম্বর রোববার রাঙ্গামাটির লংগদুতে জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড ও এলজিইডির উন্নয়ন প্রকল্পের ৩৫ কোটি টাকার ২০টি প্রকল্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপংকর তালুকদার বলেন, ১৯৯৭ সালে বর্তমান সরকার শেখ হাসিনার হাত ধরে যখন পাহাড়ে শান্তিচুক্তি বাস্তবায়ন করা হয়, তখন একদল মৌলাবাদী অপ-প্রচার চালিয়ে ছিলো, শান্তিচুক্তি হলে পাহাড়ে কেউ থাকতে পারবে না; চলে যেতে হবে। অথচ বর্তমানে পাহাড়ে যে হারে উন্নয়ন হচ্ছে, আর কোনো সরকার এরকম উন্নয়ন করতে পারেনি।

এসময় সাংবাদিক আরমান খানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এরশাদুল হক, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, আসমা বেগম প্রমুখ।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।