আটারকছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সন্মেলনে সভাপতি জাহাঙ্গীর আলম ও সাঃ সম্পাদক আবুল হাশেম নির্বাচিত

0 ৩৫৪

 

।। আলোকিত লংগদু ডেক্স।।

রাঙামাটির লংগদুতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সন্মেলন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে মোঃ জাহাঙ্গীর আলম সভাপতি, মোঃ আবুল হাশেম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বৃহষ্পতিবার, উপজেলার তিনব্রিজ বটতলা এলাকায় ১নং আটারকছড়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে এসল্মেলন অনুষ্ঠিত হয়। আটারকছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কামাল হোসেনের সভাপতিত্বে সন্মেলন উদ্বোধন করেন, লংগদু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ছাদেক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সেলিম উদ্দিন।

আটারকছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আবুল হাশেম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, আটারকছড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য অজয় মিত্র চাকমা, আটারকছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ জিয়াউর রহমান জিয়া, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ শাজাহান, যুগ্ন সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ফজল করিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ আনিস।

শেষে সন্মেলনে সভাপতি পদে মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আবুল হাশেম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এসময় সাত সদস্য বিশিষ্ট আটারকছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ সভাপতি মোঃ জালাল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ অলি মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান মিয়া। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।