লংগদুতে বন্য হাতির আক্রমনে এক কিশোরের মৃত্যু

alokitolangadu@gmail.com

0 ৪৩০

মো.গোলামুর রহমান

রাঙ্গামাটির লংগদুতে বন্য হাতির আক্রমনে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রবিবার (২০ আগস্ট) বিকাল ৫টায় লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের চন টিলা নামক স্থানে বন্য হাতি দেখতে গিয়ে, হাতির আক্রমনে ফসাল (১৪) “র মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ফায়সাল পশ্চিম চাইল্যাতলী এলাকার শফিকের ছেলে। হাতি গুলো দীর্ঘদিন যাবত একই এলাকায় রাতের বেলা লোকালয়ে এসে মানুষের বসত বাড়ি ভাংচুর করে দিনে আবার একই স্থানে স্থান নেয়।যার ফলে সাধারণ মানুষ জন দেখতে আসে,আর হাতি দেখতে এসে তার মৃত্যু হয়।

ঘটনাটি লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন  নিশ্চিত করেন, এবং ঘটনা স্থলে পুলিশ পৌঁছেছে।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।