বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্ম বার্ষিকী পালিত

alokitolangadu@gmail.com

0 ২২০

 

মোঃ আলমগীর হোসেন, লংগদু 

রাঙামাটির লংগদু উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট (শনিবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকিব ওসমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাকসুদুর রহমান, লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল উদ্দিন, উপজেলা আনসার-ভিডিপি অফিসার মোঃ মনজুর আলম মোর্শেদ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।