লংগদুতে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও আলোচনা সভা

0 ৩০০

সাকিব আলম মামুন

রাঙামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলার মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে আয়োজিত সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দীন।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাদেক হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আনিছ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তাপস দাশ, সাংগঠনিক সম্পাদক কার্তিক দে এবং বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দীন বলেন, আগামী জাতীয় নির্বাচনে দীপংকর তালুকাদারকে পুনরায় নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় তিনি লংগদু উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্তর্ভুক্ত প্রতিটি ওয়ার্ড-ইউনিয়ন কমিটি গঠন করার নির্দেশ দেন।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল প্রদর্শন করা হবে না।