লংগদুতে বজ্রপাতে জেলের মৃত্যু
মো.গোলামুর রহমান
রাঙ্গামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে পান্না মুন্সির ছেলে মো.হেলাল হোসেন (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) বেলা আনুমানিক ২ টার দিকে কালাপাকুজ্জা রশিদপুর বড় বিলে জাল দিয়ে মাছ মারার সময় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মো. মাঈন উদ্দীন জানান, হেলাল আমার বাড়ি পাশের লোক, তিনি এবং তার সাথে বেশ কয়েকজন নদীতে মাছ ধরছিলো, দুপুরে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে ঘটনা স্থলে সে আহত হয়।পরে সাথে থাকা জেলেরা তাকে উদ্ধার করে ইবনেসিনা হাসপাতালে নিয়ে যায়।
ইবনেসিনা হাসপাতালের ডাক্তার মানসুরুর রহমান জানান, দুপুর আনুমানিক ২.৩০ দিকে স্থানীয়রা তাকে হাসপাতাল নিয়ে আসে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।