লংগদুর ইয়ারাংছড়িতে তামাক শুকানোর ঘরে আগুন সেনাবাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ 

২২৪

মো.গোলামুর রহমান

রাঙ্গামাটির লংগদু উপজেলার আটারকছড়া  ইউনিয়নের ইয়ারাংছড়ি এলাকায় তামাক শুকানোর চুলায় আগুন লেগে তিন লক্ষ টাকার তামাক পুড়ে ছাই হয়েগেছে।
গতকাল রাত ৯.৩০ টার দিকে লংগদু ইয়ারাংছড়ি বাজারের পিছনে আবু সিদ্দিক এর তামাক শুকানোর  ঘরের চুলা হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে আগুনের খবর পেয়ে লংগদু জোন ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও স্থানীয় জনসাধারণের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোন প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।