ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই করাত’কল কে অর্থ দন্ড প্রদান

১৮৮

মো.গোলামুর রহমান

রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালীতে নির্বাহী কর্মকর্তা কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই করাত কল কে অর্থ দন্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার ( ২৬জানুয়ারি) সকাল ১১টার সময় লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের মোহাম্দপুর এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময়ে একই এলাকার হাফিজুর রহমান, পিতা-আব্দুল জব্বার, মো: জিয়াউল হক, পিতা- আব্দুর রহিমকে অর্থদন্ড- ৫০০০/৫০০০/- সর্বমোট ১০০০০ টাকা জরিমানা করা হয়।

করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর ৩(১) ধারা লংঘনের কারণে ১২ ধারায় তাদেরকে অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা অফিস সহায়ক মোঃ শাহাবুদ্দীন,গ ও স্থানীয় বনবিভাগ ( ফরেস্ট) এবং গুলশাখালী ফাঁড়ি পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।এছাড়াও গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।