লংগদুতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

২৪৩

সাকিব আলম মামুন

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে লংগদুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ই জানুয়ারি) সকাল ১০টায় দলীয় কার্যালয়ে লংগদু উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা আওয়ামী লীগ, সহ সভাপতি মোঃ আব্দুল আলী, হোসেন আলী, অজিত নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ চাকমা রকি, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক জিয়াউল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্পন চাকমা, গুলশাখালী ইউপি আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, রাঙামাটি জেলা পরিষদ সদস্য আসমা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া, উপজেলা ছাত্রলীগে ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খান ও সাধারণ সম্পাদক রাশেদ খান রাজু প্রমুখ। এছাড়াও লংগদু উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।