জেলার সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছে লংগদুরের তুহিন

২০৭

মো.গোলামুর রহমান

রাঙ্গামাটি জেলার সেরা তরুণ করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন রাঙ্গামাটি লংগদু উপজেলার ব্যবসায়ী ও প্রথম শ্রেণীর ঠিকাদার তরিকুল ইসলাম (তুহিন)।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে আগ্রাবাদ ওয়াল্ড ট্রেড সেন্টার এর বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র রেজাউল করিম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন কর কমিশনার,কর অঞ্চল-১,চট্রগ্রাম এর ইকবাল বাহার, কর কমিশনার কর অঞ্চল-২ চট্রগ্রাম এর সামিয়া আকতার,কর কমিশনার কর অঞ্চল-৩ এর শাহাদাৎ হোসেন ও কর কমিশনার কর অঞ্চল-৪ এর ছাবিনা আকতার সভাপতিত্ব করেন কর কমিশনার (আপীল) কর আপীল অঞ্চল চট্টগ্রাম প্রমুখ। এছাড়াও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার করদাতাদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।

 

কৃতজ্ঞতা প্রকাশ করে তরিকুল ইসলাম বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড সেরা করদাতা হিসেবে সম্মানিত করায় ভালো লাগছে। এটা আমাকে আরও প্রেরণা যোগাবে। এ ধরণের আয়োজন নতুন করদাতাদেরও উৎসাহিত করবে। সেই সাথে সরকারের রাজস্ব বাড়বে। দেশ ও জনগণের কল্যাণে আসবে।’

উল্লেখ্য, জেলার সর্বোচ্চ তরুণ (৪০ বছর বয়সের নিচে) আয়কর প্রদানকারী হিসেবে সেরা করদাতা হন তরিকুল ইসলাম (তুহিন)। তিনি রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার সদর ইউনিয়নের তিনটিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।