শান্তি চুক্তির ২৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে লংগদু জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান ও ঔষধ বিতরণ
আলোকিত লংগদু ডেস্কঃ
আজ ২৪ নভেম্বর ২০২২ তারিখ শান্তি চুক্তির ২৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে লংগদু জোন কর্তৃক ক্যাপ্টেন জোবায়ের আহমেদ সজল এর নেতৃত্বে লংগদু জোনের আওতাধীন বামে লংগদু আর্মি ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের মাধ্যমে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত ক্যাম্পেইনে বামে লংগদু এলাকার প্রায় একশতাধিক চিকিৎসা বঞ্চিত দুস্থ, অসহায় বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা প্রদান করা হয়। উল্লেখ্য যে, মেডিক্যাল ক্যাম্পেইনে রক্তের গ্রুপ, ব্লাড প্রেসার এবং ডায়বেটিক্স টেস্ট করানো ছাড়াও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণকালে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল হিমেল মিয়া, পিএসসি, জোন কমান্ডার, লংগদু জোন।
মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।