লংগদুতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫৭

।। আলোকিত লংগদু ডেক্স ।।
রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, (২৫ অক্টোবর), উপজেলা সদের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ, গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাংবাদিক আরমান খান সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধিগন বক্তব্য দেন।
এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার,
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম সহ বিভিন্ন কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, এসময় উপস্থিত ছিলেন।
উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সমূন্নত রাখার স্বার্থে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে, সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
#

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।