লংগদুতে পূজা মন্ডপ পরিদর্শনে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান 

২১৬

মো.গোলামুর রহমান,

রাঙ্গামাটির লংগদু উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে আসেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

মঙ্গলবার (৪ অক্টোবর)সকাল ১০.৩০টার সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান শারদীয় দূর্গাপূজা-২০২২ইং উপলক্ষে লংগদু উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে।

এদিন লংগদু উপজেলার আওতাধীন শ্রী শ্রী কৃষ্ণ সেবাশ্রম,তিনটিলা শ্রী শ্রী শিব মন্দির,জালিয়াপাড়া শ্রী শ্রী হরি মন্দির, মাইনীমুখ বাজার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা পরিদর্শন করেন।

এসময় পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক,লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, সকলে মিলেমিশে পূজা আনন্দ উপভোগ করলে,এতে করে অন্তরে তৃপ্তি আসে। এদিনে জগতের সকল প্রাণীর মঙ্গলের জন্য দোয়া কামনা করা দরকার।সবাই মিলেমিশে আনন্দ উপভোগ করলে সাম্প্রদায়িক সম্প্রীতিও বজায় থাকবে।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।