রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টে লংগদু চ্যাম্পিয়ন

১৭৯

।।ও,এফ, মুছা ।।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট/২০২২ এ রাঙ্গামাটি জেলা পর্যায়ের খেলায় লংগদু উপজেলার মোহাম্মদপুর সরকারী প্রাথমিক জেলার চ্যাম্পিয়ন হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রাঙামাটির মারী স্টেডিয়ামে লংগদু উপজেলা বনাম রাজস্থলী উপজলার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে রাজস্থলী উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে লংগদু উপজেলার মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। একাই ৩ গোল করে সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ান দলের খেলোয়াড় মোঃ শাহীন আলম। টুর্ণামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন একই দলের খেলোয়াড় মোঃ কামরুল ইসলাম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দল ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রপি তুলে দেন রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ও রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমানসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন জানায় আমাদের বিদ্যালয়ের ছাত্ররা ভালো খেলার কারনে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। তারা আগামীতে বিভাগীয় পর্যায়ও ভালো খেলতে যাবে আশাকরি।

মন্তব্য বন্ধ আছে তবে ট্র্যাকব্যাক ও পিংব্যাক চালু রয়েছে।